NRC না হলেও Citizenship নিয়ে হয়রানি হতে পারেন যে কেউ। CAA 2003 পাসের পর থেকেই এই নিয়ে ভুক্তভোগী সিমানা সংলগ্ন অঞ্চলের মানুষেরা। প্রচলিত নাগরিকত্ব আইনে কোটি কোটি মানুষ বে নাগরিক হয়ে বসে আছেন। কিন্তু হয়রানির শিকার মানুষেরাই এই নিয়ে সচেতন। NRC না হলেও যে কোনো সময় আইন অনুযায়ী নাগরিকত্বের প্রমান চাইলে হয়রানির শিকার হতে পারেন যে কেউ। Passport বা SC certificate বানাতে গিয়ে ইতিমধ্যে হয়রানির শিকার অনেকে।